Breaking News

দূরের বন্ধু - কাজী নজরুল ইসলাম (Durer Bondhu -Kazi Nazrul Islam)

দূরের বন্ধু

কাজী নজরুল ইসলাম

কাব্যগ্রন্থঃ ছায়ানট

নজরুল রচনাবলী


বন্ধু আমার! থেকে থেকে কোন্‌ সুদূরের বিজন পুরে
       ডাক দিয়ে যাও ব্যথার সুরে?
আমার অনেক দুখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে,
       ঘর-ছাড়া তাই বেড়াই ঘুরে।।
     তোমার বাঁশীর উদাস কাদন
     শিথিল করে সকল বাঁধন
     কাজ হ’ল তাই পথিক সাধন,
       খুঁজে ফেরা পথ-বঁধরে,
       ঘুরে’ ঘুরে’ দূরে দূরে।।
[ads-post]
হে মোর প্রিয়! তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে,
তাই তো পথে হয় না থামা-তোমার ব্যথা বক্ষে লাগে!

    বাঁধতে বাসা পথের পাশে
    তোমার চোখে কান্না আসে
    উত্তরী বায় ভেজা ঘাসে
     শ্বাস ওঠে আর নয়ন বুঝে,
     বন্ধু, তোমার সুরে সুরে।।