Breaking News

তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশ্ন উত্তরঃ পর্ব ১৫

ICT BASIC

QUESTION & ANSWER


১৫১. দশমিক সংখ্যা পদ্ধতি বেজ কত?

উত্তরঃ দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10।

১৫২. বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ 0 হতে 1 পর্যন্ত এই দুই অংক বিশিষ্ট চিহ্ন নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।

১৫৩. বাইনারি সংখ্যা পদ্ধতির মোট অংক কয়টি?

উত্তরঃ বাইনারি সংখ্যা পদ্ধতির মোট অংক 2টি।

১৫৪. বাইনারি সংখ্যা পদ্ধতি বেজ কত?

উত্তরঃ বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ ২।

১৫৫. অকটাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ 0 হতে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা চিহ্ন নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে অকটাল সংখ্যা পদ্ধতি বলে।
 [ads-post]

১৫৬. অকটাল সংখ্যা পদ্ধতির মোট অংক কয়টি?

উত্তরঃ অকটাল সংখ্যা পদ্ধতির মোট অংক 8টি।

১৫৭. অকটাল সংখ্যা পদ্ধতি বেজ কত?

উত্তরঃ অকটাল সংখ্যা পদ্ধতির বেজ 8।

১৫৮. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ 0 হতে 9 ও A হতে F পর্যন্ত মোট ষোলটি চিহ্ন বা সংখ্যা নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে।

১৫৯. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট অংক বা চিহ্ন কয়টি?

উত্তরঃ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মোট অংক 16টি।

১৬০. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বেজ কত?


উত্তরঃ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ 16।