Breaking News

আই সি টি বেসিক প্রশ্ন উত্তর

তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশ্ন উত্তর


৭১. BPS কী?

উত্তরঃ- প্রতি সেকেন্ডে যে পরিমান বিট ট্রান্সফার হয় তাকে bps দিয়ে bit per second বোঝান হয়।

৭২. থিকনেট কি?

উত্তরঃ- থিকনেট হলো ভারী ও নন ফ্লেক্সিবল মিডিয়া।

৭৩. ভিডিও কনফারেন্সিং এ কোন ধরনের ডেটা ট্রান্সমিশন করা হয়?

উত্তরঃ- মাল্টিকাস্ট মোড ব্যবহার করা হয়।

৭৪. টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি কত?

উত্তরঃ- টুইস্টেড পেয়ার ক্যাবলের ফ্রিকোয়েন্সি 0-5 MHZ

৭৫. DECT কী?

উত্তরঃ- DECT হলো ডিজিটাল ইনহেন্স কর্ডলেস টেলিকমিউনিকেশন।এটি এক ধরনের কর্ডলেস ফোন।

৭৬. অ্যামচার কী?

উত্তরঃ- অ্যামচার এক ধরনের রেডিও সেবা।

৭৭. STP কী?

উত্তরঃ- STP হলো Shielded Twiested Pair ।

৭৮. ফটো ডিটিকটর কী?

উত্তরঃ- ফটো ডিটিকটর অপটিক্যাল ফাইবার থেকে ডেটা করে।

৭৯. IC কী?

উত্তরঃ- IC হলো Integrated Circuit, এটি এক ধরনের চিপ।

৮০. হটস্পট কী?

উত্তরঃ- পরস্পর সংযুক্ত ইন্টারনেট প্রবেশ বিন্দু বা এক্সেস পয়েন্টগুলোকে হটস্পট বলে।