Recent


বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ পরিক্রমাঃ ময়মনসিংহ বিভাগ- জামালপুর জেলা

জামালপুর জেলা


সাধক দরবেশ হযরত শাহ জামাল (র) এর পূণ্যস্মৃতি বিজড়িত নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত গরো পাহাড়ের পাদদেশে যমুনা-ব্রক্ষ্মপুত্র বিধৌত বাংলাদেশের ২০-তম জেলা জামালপুর। হযরত শাহ জামাল (র) এর নামানুসারে জামালপুরের নামকরণ হয়।

বিখ্যাত খাবার
ছানার পোলাও
ছানার পায়েস

বিখ্যাত স্থান
হজরত শাহ জামালের (রহ.) মাজার
হজরত শাহ কামালের (রহ.) মাজার
পাঁচ গম্বুজবিশিষ্ট রসপাল জামে মসজিদ (উনবিংশ শতাব্দী)
নরপাড়া দুর্গ (ষোড়শ শতাব্দী)
গান্ধী আশ্রম
দয়াময়ী মন্দির
দেওয়ানগঞ্জের সুগার মিলস
লাউচাপড়া পিকনিক স্পট
মালঞ্চ মসজিদ, মেলান্দহ
মুক্তিযুদ্ধে জামালপুর – ১১ নং সেক্টর
যমুনা সার কারখানা