'ব' 'B' দিয়ে হিন্দু মেয়ে শিশুর নাম
Hindu Baby Name With "B" (Hindu Girls Name)

বনলতা
বন্য লতা, জিবনানন্দ দাশের বনলতা সেন কবিতার চরিত্র
বনিতা
মহিলা, নারী, রমনী, ভার্যা, পত্নী, প্রিয়া, প্রেয়সী
বন্দনা
পুজো করা, প্রার্থনা, আরাধনা, স্তব, স্তুতী
অর্থগত বা ধর্মীয় গুরুত্ব বিবেচনায় আপনার মেয়ের জন্য "বন্দনা" নামটি খুবই সুন্দর একটি নাম
অর্থগত বা ধর্মীয় গুরুত্ব বিবেচনায় আপনার মেয়ের জন্য "বন্দনা" নামটি খুবই সুন্দর একটি নাম
বর্তিকা
বাতি, প্রদীপ, প্রদীপের সলিতা, তুলি, বার্নিস
প্রদিপ যেমন নিজের আলোয় অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করে, ঠিক তেমনি আপনার কন্যা পৃথিবীর সকল অজ্ঞতার অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করবে এই প্রার্থনায় আপনার মেয়ের নাম "বর্তিকা" রাখতে পারেন। এটি খুবই সুন্দর এবং আধুনিক নাম
প্রদিপ যেমন নিজের আলোয় অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করে, ঠিক তেমনি আপনার কন্যা পৃথিবীর সকল অজ্ঞতার অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করবে এই প্রার্থনায় আপনার মেয়ের নাম "বর্তিকা" রাখতে পারেন। এটি খুবই সুন্দর এবং আধুনিক নাম
বর্ষা
ষড় ঋতুর ২য় ঋতু, বৃষ্টি
বর্ষা যেমন সমস্ত ধুলো ময়লা আবর্জনা ধুয়ে মুছে প্রকৃতিকে পরিস্কার করে আপনার কন্যাও তেমনি এই পৃথিবীর সমস্ত জঞ্জাল দূর করে এক নতুন পৃথিবীর সূচনা করবে এই প্রার্থনা থেকে আপনার মেয়ের নাম রাখতে পারেন "বর্ষা"। এই নামটি সকল ধর্মের লোক পছন্দ করতে পারে।
বর্ষা যেমন সমস্ত ধুলো ময়লা আবর্জনা ধুয়ে মুছে প্রকৃতিকে পরিস্কার করে আপনার কন্যাও তেমনি এই পৃথিবীর সমস্ত জঞ্জাল দূর করে এক নতুন পৃথিবীর সূচনা করবে এই প্রার্থনা থেকে আপনার মেয়ের নাম রাখতে পারেন "বর্ষা"। এই নামটি সকল ধর্মের লোক পছন্দ করতে পারে।
বসুধারা
বিবাহাদি অনুষ্ঠানে দেওয়ালে দেওয়া সাতটি ঘৃতের ধারা
হিন্দু পৌরাণিক কাহিনি মতে– একবার দেবতা ও ব্রাহ্মণদের মধ্যে বিবাদ উপস্থিত হলে রাজা উপরিচর দেবতাদের পক্ষ গ্রহণ করেন। এই কারণে ব্রাহ্মণরা তাঁর উপর অসন্তুষ্ট হয়ে অভিশাপ দেন। ফলে ইনি আকাশ ভ্রমণের ক্ষমতা হারান এবং ভূমণ্ডলের একটি গর্তে পতিত হন। এরপর দেবতারা যজ্ঞের হবি থেকে উপরিচরের খাবারের ব্যবস্থা করে দেন। বসুর জন্য প্রদত্ত ঘিয়ের ধারাকেই পরবর্তী সময়ে বসুধারা নামকরণ করা হয়। বর্তমানে এই ধারা প্রাচীরের গায়ে দেওয়ার বিধান রয়েছে।
হিন্দু পৌরাণিক কাহিনি মতে– একবার দেবতা ও ব্রাহ্মণদের মধ্যে বিবাদ উপস্থিত হলে রাজা উপরিচর দেবতাদের পক্ষ গ্রহণ করেন। এই কারণে ব্রাহ্মণরা তাঁর উপর অসন্তুষ্ট হয়ে অভিশাপ দেন। ফলে ইনি আকাশ ভ্রমণের ক্ষমতা হারান এবং ভূমণ্ডলের একটি গর্তে পতিত হন। এরপর দেবতারা যজ্ঞের হবি থেকে উপরিচরের খাবারের ব্যবস্থা করে দেন। বসুর জন্য প্রদত্ত ঘিয়ের ধারাকেই পরবর্তী সময়ে বসুধারা নামকরণ করা হয়। বর্তমানে এই ধারা প্রাচীরের গায়ে দেওয়ার বিধান রয়েছে।
বসুমতী
পৃথিবী
বসুমতী হিন্দু পৌরাণিক কাহিনি মতে: পৃথিবীর অন্য নাম বসুমতি। কথিত আছে সুবর্ণ অগ্নির তেজে উৎপন্ন হয়। পৃথিবী এই বসু (সুবর্ণ বা ধন) ধারণ করে আছেন বলে তাঁর নাম হয় বসুমতী।
বসুমতী হিন্দু পৌরাণিক কাহিনি মতে: পৃথিবীর অন্য নাম বসুমতি। কথিত আছে সুবর্ণ অগ্নির তেজে উৎপন্ন হয়। পৃথিবী এই বসু (সুবর্ণ বা ধন) ধারণ করে আছেন বলে তাঁর নাম হয় বসুমতী।
বাগেশ্রী
একট রাগের নাম, বাগেশ্রী উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।
বাণী
সরস্বতী, কথা, উক্তি, বক্তৃতা, উপদেশপূর্ণ কথা,বাগ্দেবী
দেবী সরস্বতীর আশির্বাদপুষ্ট কন্যার নাম রাখতে পারেন "বাণী"
দেবী সরস্বতীর আশির্বাদপুষ্ট কন্যার নাম রাখতে পারেন "বাণী"
বিজয়লক্ষ্মী
জয়লক্ষ্মী (সংস্কৃত: जय लक्ष्मी, Jaya Lakṣmī), বিজয় প্রদানকারিনী লক্ষ্মী, কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয় বরং কঠিন সময়ে বাধাবিপত্তি জয় করে সাফল্য অর্জনকারী কন্যার নাম রাখতে পারেন "বিজয়লক্ষ্মী"।
বিজয়া
দুর্গার অষ্টশক্তির একটি, যমভার্যা, দুর্গার এক সখী বা বন্যা (জয়া-বিজয়া); দুর্গা প্রতিমা বিসর্জনের দিন, সিদ্ধি; ভাং
বিনায়িকা
বিশিষ্ট নায়িকা, নেতৃত্বদান কারিনী
বিনীতা
বিনয়ান্বিত
বিপাশা
উত্তর ভারতের একটি নদী। ভারতের হিমালয়ের মধ্য হিমাচল প্রদেশে উৎপন্ন হয়ে নদীটি ভারতের পাঞ্জাব প্রদেশে শতদ্রু নদীতে মিশেছে। ৩২৬ খ্রিস্টপূর্বাব্দের আলেকজান্ডার দ্য গ্রেট এর বিজয়ের পূর্ব সীমান্তরেখাটি নির্দিষ্ট করে। এটি অন্যতম একটি নদী যা আলেকজান্ডারের ভারত আক্রমণের অন্তরায় হয়েছিল।
নদীর মতো মহান ও সহস্রবর্ষী কন্যার জীবন কামনার আপনার মেয়ের নাম রাখতে পারেন "বিপাশা"।
নদীর মতো মহান ও সহস্রবর্ষী কন্যার জীবন কামনার আপনার মেয়ের নাম রাখতে পারেন "বিপাশা"।
বিয়াস
১. নদীর নাম
২. কাঠ বিশেষ। এ কাঠ ক্রিকেট খেলার ব্যাট তৈরির উপযোগী। ঘরের আসবাবপত্র ও কৃষিযন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এই গাছের ফল থেকে তুলা সংগ্রহ করা যায়। বিয়াস গাছের রয়েছে নানা ভেষজগুণ। এ গাছের শিকড়, বাকল ও পাতা বিভিন্ন অসুখ নিরাময়ে ব্যবহৃত হয়।
২. কাঠ বিশেষ। এ কাঠ ক্রিকেট খেলার ব্যাট তৈরির উপযোগী। ঘরের আসবাবপত্র ও কৃষিযন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এই গাছের ফল থেকে তুলা সংগ্রহ করা যায়। বিয়াস গাছের রয়েছে নানা ভেষজগুণ। এ গাছের শিকড়, বাকল ও পাতা বিভিন্ন অসুখ নিরাময়ে ব্যবহৃত হয়।
বিভা
দীপ্তি, কিরণ, আলোক, সৌন্দর্য
বিভাবরী
রাত্রি, নিশা, যামিনী।
আপনার কন্যার জন্ম যদি রাত্রি কালে হয়ে থাকে তবে নাম "বিভাবরী" রাখতে পারেন। বিভাবরী খুবই সুন্দর ও অর্থবহ একটি নাম
আপনার কন্যার জন্ম যদি রাত্রি কালে হয়ে থাকে তবে নাম "বিভাবরী" রাখতে পারেন। বিভাবরী খুবই সুন্দর ও অর্থবহ একটি নাম
বৃতি
বরণ, নিয়োগ, প্রার্থনা, আবৃত, বেষ্টনী, পুষ্পের বহিরাবরণ, সবুজবর্ণের আবরণ যা ফুলের পাপড়ি বেষ্ট করে থাকে।
বৃন্দা
শ্রীরাধিকার দূতী, তুলসী
ধর্মীয় দিক বিচারে "বৃন্দা" নামটি খুবই অর্থবহ এবং সুন্দর একটি নাম
ধর্মীয় দিক বিচারে "বৃন্দা" নামটি খুবই অর্থবহ এবং সুন্দর একটি নাম
বৃষ্টি
বর্ষা
বর্ষা যেমন সমস্ত ধুলো ময়লা আবর্জনা ধুয়ে মুছে প্রকৃতিকে পরিস্কার করে আপনার কন্যাও তেমনি এই পৃথিবীর সমস্ত জঞ্জাল দূর করে এক নতুন পৃথিবীর সূচনা করবে এই প্রার্থনা থেকে আপনার মেয়ের নাম রাখতে পারেন "বৃষ্টি"। এই নামটি সকল ধর্মের লোক পছন্দ করতে পারে।
বর্ষা যেমন সমস্ত ধুলো ময়লা আবর্জনা ধুয়ে মুছে প্রকৃতিকে পরিস্কার করে আপনার কন্যাও তেমনি এই পৃথিবীর সমস্ত জঞ্জাল দূর করে এক নতুন পৃথিবীর সূচনা করবে এই প্রার্থনা থেকে আপনার মেয়ের নাম রাখতে পারেন "বৃষ্টি"। এই নামটি সকল ধর্মের লোক পছন্দ করতে পারে।
বৈরণী
দক্ষের স্ত্রী, ইনি ছিলেন প্রজাপতি বীরণের কন্যা
পৌরাণীক নাম হিসাবে "বৈরনী" নামটি খুবই তাতপর্যপূর্ণ
পৌরাণীক নাম হিসাবে "বৈরনী" নামটি খুবই তাতপর্যপূর্ণ
বৈশালী
প্রাচীন শহর
বৈশালী ছিল লিচ্ছবির রাজধানী। উল্লেখ্য, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে লিচ্ছবি ছিল বজ্জি রাষ্ট্রসংঘের (মহাজনপদ) অন্তর্গত প্রথম প্রজাতন্ত্রগুলির অন্যতম। খ্রিস্টপূর্ব ৫৩৯ অব্দে বৈশালী প্রজাতন্ত্রের কুণ্ডলগ্রামে ২৪তম জৈন তীর্থঙ্কর মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। এই অঞ্চলটি তাই জৈনদের কাছে একটি পবিত্র তীর্থক্ষেত্র।
বৈশালী ছিল লিচ্ছবির রাজধানী। উল্লেখ্য, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে লিচ্ছবি ছিল বজ্জি রাষ্ট্রসংঘের (মহাজনপদ) অন্তর্গত প্রথম প্রজাতন্ত্রগুলির অন্যতম। খ্রিস্টপূর্ব ৫৩৯ অব্দে বৈশালী প্রজাতন্ত্রের কুণ্ডলগ্রামে ২৪তম জৈন তীর্থঙ্কর মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। এই অঞ্চলটি তাই জৈনদের কাছে একটি পবিত্র তীর্থক্ষেত্র।
ব্রততী
লতা, লতায় ঘেরা বাগান